প্রবীণ নাগরিকদের সম্মান জানাল সমাজকল্যাণ দফতর
আগরতলা, ১৪ অক্টোবর (হি.স.) : সমাজের পথপ্রদর্শক হিসেবে প্রবীণ নাগরিকদের যথাযথ সম্মান জানাতে অঙ্গীকারবদ্ধ ত্রিপুরা সরকার— এমনই মন্তব্য করলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায়। মঙ্গলবার আগরতলা টাউন হলে আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস উপলক্ষে আয়
প্রবীণদের সম্মাননা দিলেন মন্ত্রী টিংকু রায়


আগরতলা, ১৪ অক্টোবর (হি.স.) : সমাজের পথপ্রদর্শক হিসেবে প্রবীণ নাগরিকদের যথাযথ সম্মান জানাতে অঙ্গীকারবদ্ধ ত্রিপুরা সরকার— এমনই মন্তব্য করলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায়। মঙ্গলবার আগরতলা টাউন হলে আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “মা-বাবা সন্তানদের মানুষ করেন, অথচ অনেকে পরে তাদের খবর রাখেন না— আমরা এমন ভারত চাই না।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও সমাজকল্যাণ দফতরের সচিব তাপস রায়।

চারজন প্রবীণ নাগরিককে জেলা শ্রেষ্ঠ হিসেবে সম্মাননা দেওয়া হয়— অনুপ্রভা মজুমদার, প্রমোদ লাল ঘোষ, সুখিনী দেববর্মা ও শান্তিরঞ্জন মজুমদার। প্রত্যেকে পান স্মারক, শাল, ছাতা ও ৫ হাজার টাকার চেক।

দুর্গাপূজায় প্রবীণদের অধিকার বিষয়ে সচেতনতা ছড়ানোয় মুক্তি সংঘ, আপনজন সংঘ ক্লাব ও চৌমুহনী সংঘ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারে ভূষিত হয়।

অবলম্বন, অভয়মিশন ও ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরাকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত স্বাস্থ্য শিবিরে ২৭৯ জন প্রবীণের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande