মুর্শিদাবাদ, ১৪ অক্টোবর (হি.স.): মুর্শিদাবাদের হরিহরপাড়ায় পথ দুর্ঘটনায় এক ব্যক্তির হাত কেটে দেহ থেকে আলাদা হয়ে যায়। মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। এই দুর্ঘটনায় বহরমপুর-আমতলা রাজ্য সড়কে বিশৃঙ্খলা দেখা দেয় এবং দীর্ঘ সময় ধরে রাস্তা অবরুদ্ধ থাকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হরিহরপাড়ার ট্যাংরামারী মাঠের কাছে ঘটনাটি ঘটে। একটি যাত্রীবাহী বাস বহরমপুর থেকে আমতলার দিকে যাচ্ছিল, তখন একটি গাড়ি আমতলা থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। ট্যাংরামারী মাঠের কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনা এতটাই তীব্র ছিল যে গরীবপুর গ্রামের বাসিন্দা মানিক মন্ডলের হাত কেটে ঘটনাস্থলেই পড়ে যায়। নদীয়া জেলার দোগাছি গ্রামের বাসিন্দা শান্তনা হালদারের হাত কোনওভাবে ঝুলন্ত অবস্থায় থেকে যায়। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বেলডাঙ্গার বাসিন্দা আমিনুল হকও দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করে, আহতদের উদ্ধার করে পুলিশে খবর দেয়। আহত তিনজনকে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয়। ঘটনার পর বহরমপুর-আমতলা রাজ্য সড়কে যান চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হিন্দুস্থান সমাচার / সোনালি