কান্তারা চ্যাপ্টার ১ : দ্বাদশ দিনে ছবির আয় সাড়ে ১৩ কোটি টাকা
মুম্বই , ১৪ অক্টোবর ( হি.স.) : ঋষভ শেঠির ছবি কান্তারা চ্যাপ্টার ১ আলোড়ন সৃষ্টি করছে। ছবিটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকদের মুগ্ধ করেছে। ভারতীয় বক্স অফিস থেকে আন্তর্জাতিক বাজার পর্যন্ত এর প্রভাব দেখা গেছে। বক্স অফিসের তরফে জানা গাছে ,কান্তা
কানতারা চ্যাপ্টার ১ : দ্বাদশ দিনে ছবির আয় ১৩.৫০ কোটি টাকা


মুম্বই , ১৪ অক্টোবর ( হি.স.) : ঋষভ শেঠির ছবি কান্তারা চ্যাপ্টার ১ আলোড়ন সৃষ্টি করছে। ছবিটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকদের মুগ্ধ করেছে। ভারতীয় বক্স অফিস থেকে আন্তর্জাতিক বাজার পর্যন্ত এর প্রভাব দেখা গেছে।

বক্স অফিসের তরফে জানা গাছে ,কান্তারা চ্যাপ্টার ১ মুক্তির পর দ্বাদশ দিনে প্রায় ১৩.৫০ কোটি আয় করেছে। হোম্বেল ফিল্মসের মতে, ছবিটি দ্বিতীয় সপ্তাহে মোট ১৪৬ কোটি আয় করেছে।

ঋষভ শেঠির ছবিটি এখন বেশ কয়েকটি ব্লকবাস্টার ছবিকে ছাড়িয়ে গেছে। কান্তারা চ্যাপ্টার ১ কেবল বক্স অফিসেই নয়, দর্শকদের হৃদয়েও তার স্থান পাকাপোক্ত করেছে। ছবিটির গল্প, সঙ্গীত এবং ঋষভ শেঠির পরিচালনা ব্যাপক প্রশংসা পাচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande