মণিপুরে নিরাপত্তা বাহিনীর হাতে ধৃত কেসিপি (পিডব্লিউজি) ক্যাডার এবং তোলাবাজ
ইমফল, ১৪ অক্টোবর (হি.স.) : মণিপুরে পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ‘কাংলেইপাক কমিউনিস্ট পার্টি’ (পিপলস ওয়ার গ্রুপ, সংক্ষেপে কেসিপি-পিডব্লিউজি)-র এক সক্রিয় ক্যাডার এবং একজন সন্দেহভাজন তোলাবাজকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। আজ মঙ্গলবার এ তথ্য দিয়
মণিপুরে ধৃত কেসিপি (পিডব্লিউজি) ক্যাডার এবং তোলাবাজ


ইমফল, ১৪ অক্টোবর (হি.স.) : মণিপুরে পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ‘কাংলেইপাক কমিউনিস্ট পার্টি’ (পিপলস ওয়ার গ্রুপ, সংক্ষেপে কেসিপি-পিডব্লিউজি)-র এক সক্রিয় ক্যাডার এবং একজন সন্দেহভাজন তোলাবাজকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী।

আজ মঙ্গলবার এ তথ্য দিয়ে রাজ্য পুলিশের সদর দফতরের এক আধিকারিক সূত্র জানিয়েছে, ইমফল পশ্চিম জেলার পাটসই থানার অন্তর্গত পাটসই পার্ট-৪ এলাকায় পরিচালিত প্রথম অভিযানে ‘কাংলেইপাক কমিউনিস্ট পার্টি’ (পিডব্লিউজি)-র এক সক্রিয় ক্যাডারকে আটক করা হয়েছে। ধৃত কেসিপি (পিডব্লিউজি)-র ক্যাডারকে ইমফল পশ্চিমের লুকার মায়াই লেইকাইয়ের বাসিন্দা নওরেম থেমবুং (২৪) বলে শনাক্ত করা হয়েছে।

এদিনই এক পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী টেংনোপাল জেলার এল মিনো-কোইজাম এলাকা থেকে সন্দেহভাজন তোলাবাজ লেইশাংথেম সুরচন্দ্র সিং (৪৮)-কে আটক করেছে। ধৃত সুরচন্দ্র সিঙের ব্যবহৃত একটি মারুতি জিপসি, দুটি মোবাইল ফোন এবং তোলাবাজির অর্থ সংগ্রহের রসিদ বই উদ্ধার করা হয়েছে।

উভয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রাজ্য পুলিশের আধিকারিক সূত্রটি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande