ধর্মনগর (ত্রিপুরা), ১৪ অক্টোবর (হি.স.) : ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে মঙ্গলবার উত্তর ত্রিপুরার ধর্মনগরে অনুষ্ঠিত হল জেলা ভিত্তিক রেড রান প্রতিযোগিতা। এই উপলক্ষে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্না নাথ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাজল দাস, উত্তর ত্রিপুরা জেলা ক্রীড়া দফতরের সহকারী অধিকর্তা বিভা বসু গোস্বামী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দীপক হালদার, ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গৌতম দাস এবং ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির যুগ্ম অধিকর্তা শুভ্রজিৎ ভট্টাচার্য। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী দাস সেন। উপস্থিত ছিলেন জেলা এইডস কন্ট্রোল অফিসার চিকিৎসক অরিন্দম দাসও।
এই রেড রান প্রতিযোগিতায় বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির যুগ্ম অধিকর্তা শুভ্রজিৎ ভট্টাচার্য জানান, রাজ্যের আটটি জেলায় একযোগে এই রেড রান প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এটি একটি জাতীয় স্তরের উদ্যোগ, যা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
তিনি আরও জানান, যুব সমাজের মধ্যে এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। এই উপলক্ষে ধর্মনগরের রাস্তাজুড়ে ছিল উৎসবের আমেজ ও অংশগ্রহণকারীদের উৎসাহ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ