কলকাতা, ১৪ অক্টোবর (হি. স.) : দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ে ঘুড়ি ওড়ানোর চিনা মাঞ্জার সুতোয় গুরুতর জখম এক যুবক। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, চিনা মাঞ্জায় গুরুতর জখম হয় এক যুবক। ক্যানিং গার্লস স্কুলের সামনে এই ঘটনা ঘটেছ। এদিন কাজ সেরে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন দেবাশিস সর্দার। তখনই দু’টো বাড়ির মাঝে ঝুলে থাকা ওই সুতো তাঁর গলায় লাগে। আটকে যান ও জখম হয়েছেন।দেবাশিসবাবু বলেন, মাঞ্জা সুতোর ভয়ঙ্কর ধারে গলায় আঘাত লাগে। বাইক থামিয়ে রাস্তায় বসে পড়ি। আশেপাশের লোকজন ছুটে এসে জল দেন। পরে হাসপাতালে এসে চিকিৎসা করিয়েছি। স্থানীয় বাসিন্দাদের অভিমত, অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই যুবক। বাইকের গতি বেশি না থাকায় বড় বিপত্তি হয়নি। অন্যদিকে, এর আগে কখনও ক্যানিং শহরে এমন ঘটনা ঘটেছে কিনা সেটা জোর গলায় কেউ বলতে পারছেন না। তবে কলকাতার বুকে এই ধরণের ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। যে কারণে মহানগরীর বেশ কিছু উড়ালপুলের দুই ধারে লোহার অ্যাঙ্গেল দিয়ে ঘিরে রাখা হয়েছে, যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে।তবে এদিনের এই ঘটনা নিয়ে থানায় কোনও অভিযোগ হয়নি।তবু্ও পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ নিয়ে নজরদারি বাড়ানো উচিত বলে অভিমত সাধারণ নাগরিকদের।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত