তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৪ অক্টোবর (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার চাকমাঘাটের নৌকাঘাট সংলগ্ন এলাকায় মঙ্গলবার এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।
স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে তেলিয়ামুড়া থানায় খবর দেন। খবর পেয়ে ওসি জয়ন্ত কুমার দে’র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। মৃতের নাম ভজন দেবনাথ (৩৫)। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
পরিবারের অভিযোগ, এটি কোন স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের দাবি, ভজন দেবনাথকে ফাঁদে ফেলে খুন করা হয়েছে। এদিকে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনের জন্য আগরতলা থেকে ফরেনসিক বিশেষজ্ঞ দলকে ডাকা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তেলিয়ামুড়া থানার এক কর্মকর্তা জানান, “ঘটনার তদন্ত চলছে। ফরেনসিক রিপোর্ট ও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
ঘটনার পর চাকমাঘাট ও আশপাশের এলাকায় জনমনে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, পুলিশ যেন স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ