বিজেপি কর্মীকে হত্যার অভিযোগ মাওবাদীদের বিরুদ্ধে
বিজাপুর, ১৪ অক্টোবর (হি.স.): পুলিশের চর সন্দেহে এক স্থানীয় বিজেপি কর্মীকে খুন করার অভিযোগ উঠল মাওবাদীদের বিরুদ্ধে। ছত্তিশগড়ের বিজাপুর জেলার ঘটনা। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, নিহত সত্যম পুনেম মুজালকাঁকের এলাকার বাসিন্দা ছিলেন। সোমবার রাতে ওই এলাকা থেকে
বিজেপি কর্মীকে হত্যার অভিযোগ মাওবাদীদের বিরুদ্ধে


বিজাপুর, ১৪ অক্টোবর (হি.স.): পুলিশের চর সন্দেহে এক স্থানীয় বিজেপি কর্মীকে খুন করার অভিযোগ উঠল মাওবাদীদের বিরুদ্ধে। ছত্তিশগড়ের বিজাপুর জেলার ঘটনা। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, নিহত সত্যম পুনেম মুজালকাঁকের এলাকার বাসিন্দা ছিলেন। সোমবার রাতে ওই এলাকা থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। সত্যমের মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে মাওবাদীদের লেখা একটি নোট। সেখানে বলা হয়েছে, সত্যম পুলিশের চর হিসেবে কাজ করতেন। তাঁকে তিন বার সতর্ক করার পরেও মাওবাদীদের গতিবিধি তিনি পুলিশকে জানিয়ে দিচ্ছিলেন তিনি। তাই তাঁকে ‘শাস্তি’ দেওয়া হল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande