বাড়ির দলিল কাড়ল মহাজন, আত্মঘাতী নাকাশিপাড়ার যুবক
নদিয়া, ১৪ অক্টোবর, (হি.স.): মঙ্গলবার নাকাশিপাড়া থানা এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়। অভিযোগ, ধারের টাকা সময় মতো দিতে না পারায় বাড়ির দলিল ছিনিয়ে নেয় মহাজনরা। করা হয় মারধর, অশ্লীল ভাষায় গালিগালাজও করা হয় বলেও অভিযোগ। পরিবার ও গ্রামবাসীর সামন
বাড়ির দলিল কাড়ল মহাজন, আত্মঘাতী নাকাশিপাড়ার যুবক


নদিয়া, ১৪ অক্টোবর, (হি.স.): মঙ্গলবার নাকাশিপাড়া থানা এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়। অভিযোগ, ধারের টাকা সময় মতো দিতে না পারায় বাড়ির দলিল ছিনিয়ে নেয় মহাজনরা। করা হয় মারধর, অশ্লীল ভাষায় গালিগালাজও করা হয় বলেও অভিযোগ। পরিবার ও গ্রামবাসীর সামনে এই অপমান মেনে নিতে না পেরে আত্মঘাতী যুবক। চড়াসুদের কারবার বন্ধের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।

মৃত যুবকের নাম বাপন দাস। বয়স ৩৫। তিনি নাকাশিপাড়া থানার বহিরগাছি গ্রামের বাসিন্দা। পেশায় কাঠমিস্ত্রি। পরিবার সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে সংসারে অনটনের কারণে এলাকার কয়েকজন মহাজনের থেকে চড়া সুদে টাকা ধার নিয়েছিলেন। তেমন কাজ না থাকায় সময় মতো সুদের টাকা দিতে পারছিলেন যুবক। অভিযোগ, টাকা দিতে না পারায় বাড়িতে এসে লাগাতার হুমকি দিচ্ছিলেন সুদের কারবারিরা। ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। ঘটনার পর অভিযুক্তরা পলাতক।

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande