এফআইআরের বিরুদ্ধে ১০ নভেম্বর পর্যন্ত পদক্ষেপ নয়, অর্জুনকে স্বস্তি হাই কোর্টের
কলকাতা, ১৪ অক্টোবর (হি.স.) : কলকাতা হাই কোর্টে সাময়িক স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর বিরুদ্ধে একাধিক থানায় দায়ের হওয়া এফআইআরের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ নয় বলে নির্দেশে জানাল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি শম্পা দত্ত পালের এজলাস
হাইকোর্ট


কলকাতা, ১৪ অক্টোবর (হি.স.) : কলকাতা হাই কোর্টে সাময়িক স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর বিরুদ্ধে একাধিক থানায় দায়ের হওয়া এফআইআরের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ নয় বলে নির্দেশে জানাল কলকাতা হাই কোর্ট।

মঙ্গলবার বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে আদালতের স্পষ্ট নির্দেশ, প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের বিরুদ্ধে ১০ নভেম্বর পর্যন্ত কোন পদক্ষেপ নয়।

কিছুকাল আগে বিজেপি নেতার বিরুদ্ধে ১০ টির বেশি এফআইআর দায়ের হয় মূলত তাঁর প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল সাংসদের উদ্যোগে। শুধু তাই নয়, বারাকপুরের পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক ইস্যুতে এখনও পর্যন্ত মোট ৫৬ টি মামলা দায়ের হয়েছে।

ওই সমস্ত এফআইআরকে চ্যালেঞ্জ করে সম্প্রতি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং। মঙ্গলবার বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালতের নির্দেশ, আগামী ১০ নভেম্বর পর্যন্ত বিজেপি নেতার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande