কলকাতা, ১৪ অক্টোবর, (হি.স.): দুর্গাপুরের মেডিক্যাল কলেজে পরীক্ষা রয়েছে। এই অবস্থায় বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে আদালতের দ্বারস্থ হন হাসপাতাল কর্তৃপক্ষ। আদালত হাসপাতাল কর্তৃপক্ষের আর্জির মান্যতা দিয়েছে।
মঙ্গলবার হাইকোর্টের নির্দেশ, অনুমতি ছাড়া বাইরের কেউ প্রবেশ করতে পারবেন না। হাসপাতালে পুলিশ মোতায়েন থাকবে।
প্রসঙ্গত, নির্যাতিতা ছাত্রী ওড়িশার বাসিন্দা। দুর্গাপুরের এক মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া তিনি। অভিযোগ, গত শুক্রবার রাতে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে তিনি নির্যাতনের শিকার হন। অভিযোগের তদন্তে নেমে পুলিশ আগেই তিন জনকে গ্রেফতার করেছিল। রবিবার তাঁদের আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁদের ১০ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পরে রবিবার রাতে এবং সোমবার বেলার দিকে আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। এ ছাড়া ‘নির্যাতিতা’র এক সহপাঠীও আটক রয়েছেন।
দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। অভিযোগ, কয়েক জন যুবক ক্যাম্পাসের বাইরে তরুণীকে হেনস্থা করেন প্রথমে। তার পর তাঁকে টেনেহিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে তরুণীর পুরুষ বন্ধুকে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত