পূর্ব চম্পারণ, ১৪ অক্টোবর (হি.স.) : বিহারের পূর্ব চম্পারণ জেলায় এক মর্মান্তিক পথ দুঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে , ঢাকা-পাচপাখাড়ি রাস্তার সোরপানিয়া খালের কাছে। ঘটনায় একজন নিহত এবং আরও একজন আহত হয়।
মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানান, নিহতের নাম রাম জয়সওয়াল (৪০)। তিনি পাচপাখাড়ি থানা এলাকার রূপাউলিয়া গোপীর বাসিন্দা। আহতের নাম অতীশ চৌধুরী। তিনি পাচপাখাড়ির বাসিন্দা। বাইক আরোহী সোরপানিয়ার দিকে যাচ্ছিলেন। তখনই সোরপানিয়া খালের কাছে একটি বাস ও বাইকের সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যেখানে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে। আহত হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের পরে দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন