শ্রীভূমি (অসম), ১৪ অক্টোবর (হি.স.) : রাজ্যের খাদ্য, গণবণ্টন, উপভোক্তা বিষয়ক ও বৈধ পরিমাপ বিজ্ঞান বিভাগের নির্দেশনা অনুসারে শ্রীভূমি জেলার পেট্রোল পাম্প ও কেরোসিন তেলের ডিপোগুলিকে যানবাহন ছাড়া প্লাস্টিক বোতল ও অন্য কোনওভাবে পেট্রোল, ডিজেল ও কেরোসিন বিক্রি না করতে সরবরাহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক এক নির্দেশ জারি করেছেন।
নির্দেশিকায় জানানো হয়েছে, প্লাস্টিক বোতল ও অন্য কোনওভাবে পেট্রোল, ডিজেল বিক্রির ফলে অগ্নি সংযোগ ও বিস্ফোরণ ঘটার মতো সুরক্ষা সংক্রান্ত প্রবল ঝুঁকি রয়েছে। পাশাপাশি জ্বালানির অবৈধ মজুত ও কালোবাজারি ইত্যাদি কার্যকলাপও চলতে পারে। তাই জনগণের সুরক্ষা সুনিশ্চিত করতে জেলার পেট্রোলপাম্প ও কেরোসিন তেলের ডিপোগুলিকে এই নির্দেশের কপি পাঠিয়ে প্লাস্টিক বোতল ও অন্য মাধ্যমে পেট্রোল ডিজেল ও কেরোসিন তেল বিক্রি করা হচ্ছে না বলে সুনিশ্চিত করতে বলা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস