মণিপুরের চূড়াচাঁদপুর এবং বিষ্ণুপুরে বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র উদ্ধার নিরাপত্তা বাহিনীর
ইমফল, ১৪ অক্টোবর (হি.স.) : মণিপুরের চূড়াচাঁদপুর এবং বিষ্ণুপুর জেলায় বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। আজ মঙ্গলবার রাজ্য পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, নিরাপত্তা বাহিনীর সমন্বিত অভিযানে মণিপুরের চূড়াচাঁদপুর
মণিপুরে উদ্ধার বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র (ফাইল ফটো)


ইমফল, ১৪ অক্টোবর (হি.স.) : মণিপুরের চূড়াচাঁদপুর এবং বিষ্ণুপুর জেলায় বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

আজ মঙ্গলবার রাজ্য পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, নিরাপত্তা বাহিনীর সমন্বিত অভিযানে মণিপুরের চূড়াচাঁদপুর এবং বিষ্ণুপুর জেলার একাধিক স্থান থেকে বিপুল পরিমণের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।

বিস্তৃত তথ্য দিয়ে সূত্রটি জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার চূড়াচাঁদপুর থানার অধীন নেপালিবস্তি এলাকায় অভিযান চালায় যৌথ নিরাপত্তা বাহিনী। সেখানে তাঁরা স্থানীয়ভাবে তৈরি এবং মিলিটারি-গ্রেডের বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছেন। উ্দ্ধারকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে দুটি সিঙ্গল ব্যারেল রাইফেল, একটি দেশে তৈরি মর্টার (পম্পি), দুটি দেশে তৈরি গ্রেনেড, তিনটি দেশে তৈরি শেল, আটটি মর্টার বোমা, ১৫টি একে-৪৭-এর খালি কেস, ২৫টি ৭.৬২ এমএম সক্রিয় গুলি এবং দুটি কাঠ ভেদকারী শেল।

এছাড়া সূত্রটি আরও জানিয়েছে, বিষ্ণুপুর জেলার মইরাং থানান্তর্গত কেইফা রোড এলাকায় এক পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী আরও একটি আগ্নেয়াস্ত্র ও ট্যাক্টিক্যাল ইকুইপমেন্টস উদ্ধার করেছে। কেইফা রোড এলাকায় পরিচালিত অভিযানে ম্যাগাজিন সহ একটি পয়েন্ট (.) ৩০৩ স্নাইপার রাইফেল, একটি টেলিস্কোপ, একটি দেশে তৈরি স্টেনগান, দুটি সিঙ্গল ব্যারেল রাইফেল, একটি ম্যাগাজিন সহ পয়েন্ট (.) ৩২ এমএম-এর দেশী পিস্তল, দুটি বিপি পাউচ, পাঁচটি বিপি প্লেট এবং একটি রাবর টিউব উদ্ধার করেছে বাহিনী।

গতকাল একই দিন মইরাং থানান্তর্গত ফুবালা মামাং পাটে তৃতীয় অভিযান চালায় যৌথ বাহিনী। ওই অভিযানে ম্যাগাজিন সহ একটি ইনসাস লাইট মেশিনগান (এলএমজি), একটি এসবিবিএল বন্দুক, একটি চাইনিজ হ্যান্ড গ্রেনেড, পাঁচটি ৫.৫৬ এমএম ইনসাস সক্রিয় কার্তুজ, পাঁচটি ব্যালিস্টিক কার্তুজ, ছয়টি ১২ বোরের কার্তুজ, তিনটি পয়েন্ট (.) ৩০৩ রাউন্ড চার্জার, একটি টিউব লঞ্চিং সিলিন্ডার, একটি বাওফেং হ্যান্ডহেল্ড রেডিও সেট, তিনটি বুলেটপ্রুফ হেলমেট, চারটি বিপি প্লেট এবং একটি রবার টিউব উদ্ধার হয়েছে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদের উৎস এবং কী উদ্দেশ্যে মজুত করা হয়েছে সে সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ, জানিয়েছে সূত্রটি। পুলিশের আধিকারিক সূত্রটি আরও জানিয়েছে, প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে বহু আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করছে যৌথ নিরাপত্তা বাহিনী।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande