শিলচর–জিরিবাম চার-লেন প্রকল্প, জমিতে অবৈধ নির্মাণ ও কৃষিকাজে নিষেধাজ্ঞা জারি কাছাড় জেলা প্রশাসনের
শিলচর (অসম), ১৪ অক্টোবর (হি.স.) : অসম সরকার কর্তৃক গৃহীত পরিকাঠামো উন্নয়ন কর্মসূচির অঙ্গ হিসেবে কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব (আইএএস)-এর নেতৃত্বে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কর্তৃক বাস্তবায়নযোগ্য প্রস্ত
শিলচর–জিরিবাম চার-লেন প্রকল্প, জমিতে অবৈধ নির্মাণ ও কৃষিকাজে নিষেধাজ্ঞা জারি কাছাড় জেলা প্রশাসনের


শিলচর (অসম), ১৪ অক্টোবর (হি.স.) : অসম সরকার কর্তৃক গৃহীত পরিকাঠামো উন্নয়ন কর্মসূচির অঙ্গ হিসেবে কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব (আইএএস)-এর নেতৃত্বে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কর্তৃক বাস্তবায়নযোগ্য প্রস্তাবিত শিলচর–জিরিবাম চার-লেন প্রকল্প (প্যাকেজ নং–২)-এর আওতাধীন এলাকায় জমি ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সরকারি নোটিশ জারি করা হয়েছে।

নোটিশ অনুযায়ী, এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া দিগলিগাঁও এবং খারজনপুঞ্জি গ্রাম পর্যন্ত বিস্তৃত থাকবে। জেলা প্রশাসনের নির্দেশে স্পষ্টভাবে জানানো হয়েছে, প্রস্তাবিত চার-লেন সড়কের নির্ধারিত এলাকার মধ্যে যে কোনও নতুন নির্মাণ, কৃষিকাজ বা উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের আগে জেলা কমিশনারের কার্যালয় থেকে পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই নোটিশ প্রকাশের পর প্রস্তাবিত রাস্তার অধিকারভুক্ত এলাকায় যে কোনও অননুমোদিত নির্মাণকাজ বা কৃষিকাজ (অস্থায়ী বা স্থায়ী যা-ই হোক না-কেন) করা হলে, তা জমি অধিগ্রহণ বা প্রকল্প বাস্তবায়নের সময় কোনও ক্ষতিপূরণের জন্য যোগ্য বলে গণ্য হবে না। এই নিয়ম ব্যক্তিগত ও বাণিজ্যিক উভয় ধরনের নির্মাণের ক্ষেত্রেই প্রযোজ্য।

কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব জানান, এই নির্দেশ জারি করা হয়েছে অবৈধ দখল রোধ, স্বচ্ছতা নিশ্চিত করা এবং দক্ষভাবে জাতীয় মহাসড়ক প্রকল্প বাস্তবায়ন করার স্বার্থে, যা বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জারিকৃত নির্দেশ প্রকাশের তারিখ থেকে অবিলম্বে কার্যকর হবে। জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে অনুরোধ করেছে সরকারি নির্দেশ কঠোরভাবে মেনে চলার জন্য, যাতে ভবিষ্যতে কোনও বিরোধ বা ক্ষতিপূরণের অযোগ্যতার সমস্যা সৃষ্টি না হয়। বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande