কলকাতা, ১৪ অক্টোবর (হি.স.): “ভারতীয় কিষাণ সংঘ, ভারতীয় মজদুর সংঘ ও স্বদেশী জাগরণ মঞ্চের প্রতিষ্ঠাতা, দূরদর্শী সংগঠক শ্রদ্ধেয় দত্তোপন্ত ঠেঙ্গড়ি জির প্রয়াণদিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং কোটি কোটি প্রণাম।” মঙ্গলবার সামাজিক মাধ্যমে এ কথা লিখেজেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু লিখেছেন, “শ্রমিক ও কৃষকের কল্যাণে তাঁর অসামান্য অবদান এবং স্বদেশী ভাবনায় উদ্বুদ্ধ তাঁর প্রেরণামূলক চিন্তাধারা চিরকাল আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত