এগরা মহকুমা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় শোরগোল
এগরা, ১৪ অক্টোবর (হি.স.): এগরা মহকুমা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ল। অভিযোগ, হাসপাতালে কর্তব্যরত এক হোমগার্ড-সহ হাসপাতালে কর্মরত এক বেসরকারি সংস্থার নিরাপত্তাকর্মীকে বেধড়ক মারধর করে রোগীর পরিজনেরা। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে
এগরা মহকুমা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় শোরগোল


এগরা, ১৪ অক্টোবর (হি.স.): এগরা মহকুমা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ল। অভিযোগ, হাসপাতালে কর্তব্যরত এক হোমগার্ড-সহ হাসপাতালে কর্মরত এক বেসরকারি সংস্থার নিরাপত্তাকর্মীকে বেধড়ক মারধর করে রোগীর পরিজনেরা। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

প্রসঙ্গত, এগরার আলংগিরির এক দু'বছরের শিশু শ্বাসকষ্ট নিয়ে পাঁচ দিন আগে মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিল। মঙ্গলবার ভোরে সেই শিশুর মৃত্যু হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে সরব হয়েছিলেন রোগীর পরিজনেরা। অভিযোগ, সেই সময়ে কর্তব্যরত হোমগার্ড ও বেসরকারি সংস্থার এক নিরাপত্তাকর্মী তাদের উদ্দেশে কটুক্তি করে। ক্ষিপ্ত হয়ে রোগীর পরিজনেরা হোমগার্ড-সহ নিরাপত্তাকর্মীকে বেধড়ক মারধর করে। ছিড়ে দেওয়ার হয়েছে হোমগার্ডের পোশাক।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande