দ্রুত বাড়ছে মহানগরীর বর্জ্য, সমাধানের গতি তুলনায় মন্থর, শঙ্কিত পরিবেশবিদদের একাংশ
কলকাতা, ১৪ অক্টোবর (হি.স.): দ্রুত বেড়েছে মহানগরীর জনসংখ্যা। বেড়েছে বর্জ্যের পরিমাণ। অদূর ভবিষ্যতে এই পরিমাণ আরও অনেকটা বাড়বে। তাই পর্যায়ক্রমে ধাপার আওতা বাড়াতে কলকাতা পুরসভার তরফে বার্তা পাঠানো হয়েছে নবান্নতে। ইএম বাইপাস সংলগ্ন আধুনিক ধাপা তৈরি হ
দ্রুত বাড়ছে মহানগরীর বর্জ্য, সমাধানের গতি তুলনায় মন্থর


কলকাতা, ১৪ অক্টোবর (হি.স.): দ্রুত বেড়েছে মহানগরীর জনসংখ্যা। বেড়েছে বর্জ্যের পরিমাণ। অদূর ভবিষ্যতে এই পরিমাণ আরও অনেকটা বাড়বে। তাই পর্যায়ক্রমে ধাপার আওতা বাড়াতে কলকাতা পুরসভার তরফে বার্তা পাঠানো হয়েছে নবান্নতে।

ইএম বাইপাস সংলগ্ন আধুনিক ধাপা তৈরি হয়েছিল ১৯৮৭-তে। সেখানে দৈনিক ২,৫০০ টন জঞ্জাল ফেলা যায়। কিন্তু ফেলা হচ্ছে কলকাতা পুরসভা এলাকার ১৪৪টি ওয়ার্ডের প্রায় ৫ হাজার টন জঞ্জাল। পুরসভা সূত্রের খবর, এর সঙ্গে যুক্ত হয়েছে হাওড়ার প্রায় ৩০০ টন এবং সল্ট লেক, নিউ টাউন, পানিহাটি অঞ্চলের প্রায় ৫০০ টন জঞ্জাল।

এই অবস্থায় পুরসভা ধাপার আশপাশে ৭৩ হেক্টর জমি পর্যায়ক্রমে চাষীদের কাছ থেকে কিনেছে। তিনটি পর্যায়ে টাকা দেওয়া হবে ৮৮৩জন বিক্রেতাকে। এর জন্য লাগবে ৫৫ কোটি টাকা। ২৫০ জন বিক্রেতাকে ইতিমধ্যে তাদের পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে।

পুরসভা ধাপার দেড় হাজার টন বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাত সার, সিএনজি, প্লাস্টিকের আসবাব তৈরি করায়। বাড়তি বর্জ্য দিয়ে পরিমাণটি আরও এক হাজার টন বাড়ানোর পরিকল্পনা করেছে পুরসভা। এতে বাড়তি উপার্জনও হবে। তবে, এর জন্য বাড়তি জমিতে পরিকাঠামো তৈরি করতে হবে।

পুরসভা সূত্রের খবর, সব মিলিয়ে যে দ্রুততা, বিভাগীয় সমন্বয় ও সুদূরপ্রসারী পরিকল্পনা রূপায়ণের প্রয়োজন, তার অভাব রয়েছে। তাতে শঙ্কিত পরিবেশবিদদের একাংশ। সবচেয়ে বড় কথা কলকাতা পুরসভার আওতার বাইরের পুর-অঞ্চলগুলোয় সেরকম ইতিবাচক অথচ আবশ্যিক ব্যবস্থা নেই। প্রশ্ন উঠছে, সেই চাপ কীভাবে সামাল দেওয়া হবে, তা নিয়েও সেভাবে কেউ ভাবছেন কি?

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande