শিলিগুড়ি, ১৪ অক্টোবর (হি.স.) : শিলিগুড়িতে বাইক ও চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে নকশালবাড়ির কাছে কদমা ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম অঙ্কিত মুন্ডা।
পুলিশ সূত্রে জানা গেছে, দুই যুবক বাইকে করে পানিঘাটা থেকে ঘোষপুকুর যাচ্ছিলেন, কদমা ক্রসিংয়ের কাছে রাজ্য সড়কে একটি চার চাকার গাড়ির সাথে বাইকের সংঘর্ষ হয়। বাইক ও চার চাকার গাড়ি উভয়ই রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু হয়, এবং চার যাত্রীর মধ্যে একজন আহত হন। নকশালবাড়ি ও পানিঘাটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে চার চাকার গাড়ির চালক পলাতক। পুলিশ আরও তদন্ত করছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি