উদয়পুর (ত্রিপুরা), ১৪ অক্টোবর (হি.স.) : কাজের সন্ধানে প্রতিদিনের মতোই সকালে গোমতী জেলার উদয়পুরের গঙ্গাছড়া এলাকা থেকে করবুক মহকুমার শিলাছড়ি এলাকায় গিয়েছিলেন প্রায় ১০ থেকে ১৫ জন পুরুষ ও মহিলা শ্রমিক। গভীর রাতে ডালাই কাজ সেরে তাঁরা বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।
ফেরার পথে দেবতামুড়া এলাকায় টিআর০৩-১৬২৯ নম্বরের চার চাকার শ্রমিকবাহী গাড়িটি উল্টে গেলে গুরুতর জখম হন সকলেই। সঙ্গে সঙ্গে আহতদের শিলাছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ভোরবেলা গুরুতর অবস্থায় পাঁচজনকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়।
হাসপাতালের চিকিৎসকরা এরমধ্যে এক মহিলাকে মৃত ঘোষণা করেন। মৃতার নাম মালতী দেববর্মা ঠাকুর (৪০)। আহতদের মধ্যে সুকুরানী মুড়াসিং (৫৬), কুমতী দেববর্মা (৪৫), কিরীট ঠাকুর (৩৫) ও রূপনা এিপুরা (২১) গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, গঙ্গারানী জামিয়া (৩০), গৌরী দাশ সরকার (৩০), অর্চনা দেববর্মা (২৭), সোনিয়া নোয়াতিয়া (২১) ও সুরজিত দেববর্মা (২৬) শিলাছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন।
ঘটনার পর শিলাছড়ি থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে, তবে গাড়িচালক পলাতক। এদিকে, আহতদের খোঁজখবর নিতে ও প্রশাসনের সহায়তা দাবি জানাতে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্তের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গোমতী জেলা হাসপাতালে যান।
এই দুর্ঘটনাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, প্রতিদিন পুলিশের চোখের সামনে দিয়েই শ্রমিকবাহী গাড়িগুলি অবৈধভাবে ভারী যন্ত্রপাতি বহন করে চলাচল করলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করে। স্থানীয়দের দাবি, পুলিশের উচিত এসব অবৈধ গাড়ি চলাচলের উপর কঠোর নজরদারি চালানো।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ