গণ্ডাছড়ায় বেহাল রাস্তাঘাট, জনজীবন অতিষ্ঠ
গণ্ডাছড়া (ত্রিপুরা), ১৪ অক্টোবর (হি.স.) : ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার বিভিন্ন এলাকার রাস্তাঘাট এখন জনদুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের চলাফেরায় চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। বিভিন্ন সময় শাসকদলীয় নেতা-মন্ত্রিদের মুখে রাজ্যের রা
গণ্ডাছড়ায় বেহাল রাস্তাঘাট


গণ্ডাছড়া (ত্রিপুরা), ১৪ অক্টোবর (হি.স.) : ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার বিভিন্ন এলাকার রাস্তাঘাট এখন জনদুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের চলাফেরায় চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ।

বিভিন্ন সময় শাসকদলীয় নেতা-মন্ত্রিদের মুখে রাজ্যের রাস্তাঘাট সংস্কার ও নতুন রাস্তা নির্মাণে শত কোটি টাকা বরাদ্দের আশ্বাস শোনা গেলেও, বাস্তবে সেই প্রতিশ্রুতি কোথায় হারিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।

গণ্ডাছড়া মহকুমার অধীনে দুটি ব্লক — ডুম্বুরনগর ও রইস্যাবাড়ি। এই দুই ব্লকের অন্তর্গত সাতাশটি এডিসি গ্রামের প্রায় প্রতিটিতেই রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। বর্ষাকালে কাদা-জলে ডুবে যায় গ্রামীণ পথ, ফলে স্কুলগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে।

বিশেষত হরিপুর এলাকার বারোকার্ড গ্রামের রাস্তার অবস্থা এখন বিপর্যস্ত। অভিযোগ, গণ্ডাছড়া হাসপাতাল চৌমুহনি থেকে বারোকার্ড পর্যন্ত রাস্তাটি বিগত পাঁচ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। রাস্তার সর্বত্র বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় ছোট-বড় যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

গ্রামবাসীদের অভিযোগ, বিষয়টি বারবার ব্লক প্রশাসন ও পূর্ত দফতরকে জানানো হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় নেতৃত্বের উদাসীনতায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। তাদের দাবি, দ্রুত রাস্তাটি সংস্কার করে যাতায়াত উপযোগী করার ব্যবস্থা করা হোক।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande