বোধজংনগরে বিপুল পরিমাণ ব্রাউন সুগার ও ইয়াবা উদ্ধার, এক যুবক গ্রেফতার
আগরতলা, ১৪ অক্টোবর (হি.স.) : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বোধজংনগর থানার পুলিশ মঙ্গলবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছে। ঘটনায় রাজু মিয়া নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জা
নেশা সামগ্রী উদ্ধার


আগরতলা, ১৪ অক্টোবর (হি.স.) : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বোধজংনগর থানার পুলিশ মঙ্গলবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছে। ঘটনায় রাজু মিয়া নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আর কে নগরের পঞ্চায়েত টিলা এলাকায় বাহার মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নেশা সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। অভিযানের সময় মূল অভিযুক্ত বাহার মিয়া পলাতক থাকলেও, তার ছেলে রাজু মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

বোধজংনগর থানার ওসি প্রশান্ত কুমার দে জানান, উদ্ধারকৃত নেশা সামগ্রী এনডিপিএস আইনের আওতায় বাজেয়াপ্ত করা হয়েছে এবং রাজু মিয়ার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ধৃত অভিযুক্তকে আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে।

ওসি আরও বলেন, “নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে এই মারণ নেশাকে উৎখাত করতে পুলিশ সর্বদা সতর্ক।” স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় নেশা ব্যবসার বিস্তার রোধে পুলিশের এই অভিযানকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande