তেলিয়ামুড়ায় পুলিশের অভিযান ৫৮০ কেজি গাঁজা, দুই বিলাসবহুল গাড়ি ও এক পাচারকারী আটক
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৪ অক্টোবর (হি.স.) : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে খোয়াই জেলার মুঙ্গিয়াকামী থানার পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে প্রায় ৫৮০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়া মহকুম
গাঁজা উদ্ধার


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৪ অক্টোবর (হি.স.) : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে খোয়াই জেলার মুঙ্গিয়াকামী থানার পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে প্রায় ৫৮০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়া মহকুমাজুড়ে।

মুঙ্গিয়াকামী থানার ওসি সনেশ দেববর্মার নেতৃত্বে চালানো পৃথক দুটি অভিযানে চামপ্লাইবাড়ি এলাকা থেকে ২১৯ কেজি এবং উত্তর মহারানী এলাকা থেকে ৩৬১ কেজি গাঁজা উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এই দুটি গাড়িই বিলাসবহুল এসইউভি, যার একটি গাড়িতে ছিল “টেলিকম ডিউটি” ও “প্রেস” লেখা স্টিকার, এমনকি একাধিক ভুয়া নম্বর প্লেটও ব্যবহার করা হয়েছিল। ওই গাড়ির প্রকৃত নম্বর টিআর০১এ০৮৫৩ বলে নিশ্চিত করেছে পুলিশ।

অন্যদিকে, উত্তর মহারানী এলাকা থেকে টিআর০১সিএ০৪৮১ নম্বরের গাড়িসহ সঞ্জিৎ সরকার নামে এক গাড়িচালককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গাঁজাগুলি ত্রিপুরা থেকে বিহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।

অভিযানের খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ ও ডি.সি.এম সুরজিৎ দেববর্মা ঘটনাস্থলে পৌঁছে অভিযান তদারকি করেন। মহকুমা পুলিশ আধিকারিক জানান, এটি মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ এবং এই ঘটনার সঙ্গে যুক্ত বড় পাচার চক্রের সন্ধানে তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande