আগরতলা, ১৪ অক্টোবর (হি.স.) : নেশামুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে মঙ্গলবার রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হল “তামাক মুক্ত যুব অভিযান ৩.০” ও “রেড রান ম্যারাথন”। পশ্চিম জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে ড্রাগ ও এইডসের বিরুদ্ধে সচেতনতামূলক এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, জেলাশাসক ডাঃ বিশাল কুমার, জেলা পুলিশ সুপার নমিত পাঠক, ট্রাফিক পুলিশ সুপার এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
রেড রান ম্যারাথনে যুবক-যুবতীদের সঙ্গে দৌড়ে অংশ নেন জেলা পুলিশ সুপার নমিত পাঠক। তিনি বলেন, “যুব সমাজকে নেশার কবল থেকে দূরে রাখতেই এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এই ধরনের উদ্যোগ শুধু সচেতনতা নয়, বরং শারীরিক ও মানসিকভাবে সুস্থ সমাজ গঠনে সাহায্য করবে।”
এদিনের অনুষ্ঠানে জেলার নয়টি কলেজ ও আটটি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। জেলাশাসক ডাঃ বিশাল কুমার জানান, তরুণ প্রজন্মের মধ্যে এই উদ্যোগ নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
তবে অনুষ্ঠানে অংশগ্রহণকারী একাংশের যুবক-যুবতী আয়োজকদের দায়সারা মনোভাবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, যথাযথ ব্যবস্থাপনার অভাব ছিল অনুষ্ঠানে।
রাজ্যে ক্রমবর্ধমান মাদকাসক্তি ও এইচআইভি সংক্রমণের প্রেক্ষাপটে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত প্রকাশ করেন সংশ্লিষ্ট মহল।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ