আগরতলা, ১৪ অক্টোবর (হি.স.) : রাজধানীর পূর্ব আগরতলা থানার পুলিশ চুরির ঘটনার অভিযোগের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া সামগ্রীসহ দুই চোরকে আটক করতে সক্ষম হয়েছে। সোমবার রাম ঠাকুর গার্লস স্কুলে গ্রিল ও আলমারি ভেঙে চোরের দল মূল্যবান সামগ্রীসহ প্রায় ২৫ হাজার টাকা নগদ অর্থ চুরি করে নিয়ে যায়।
পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ মঙ্গলবার জানান, ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তদের চেহারা শনাক্ত করা হয়। এরপর সোমবার রাতভর তল্লাশি অভিযান চালিয়ে ভোররাত সাড়ে তিনটার দিকে কামান চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রাজীব কর্মকার নামে এক চোরকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে দীপঙ্কর বসাক নামে আরও এক চোরের নাম উঠে আসে, তাকেও পরে গ্রেফতার করা হয়।
অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চুরি করা সামগ্রী এক ব্যক্তির কাছে বিক্রি করেছে। সেই ব্যক্তিকেও পুলিশ আটক করেছে। অভিযানে চোর দীপক কর্মকারের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার হয়েছে। ওসি সুব্রত দেবনাথ জানান, তদন্তের স্বার্থে ধৃতদের আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ