নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): ভারত নিজস্ব সভ্যতার নীতি থেকে শান্তিরক্ষার দিকে এগিয়ে যায়। বললেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। দিল্লিতে আয়োজিত রাষ্ট্রসঙ্ঘের ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিজ প্রধানদের সম্মেলনে ডঃ এস জয়শঙ্কর বলেন, ভারত নিজস্ব সভ্যতার নীতি থেকে শান্তিরক্ষার দিকে এগিয়ে যায়। আমরা বিশ্বকে একটি পরিবার হিসেবে দেখি, 'বসুধৈব কুটুম্বকম'-এর কালজয়ী বাক্যাংশে নিহিত একটি দৃষ্টিভঙ্গি। এটি কেবল সাংস্কৃতিক জ্ঞান নয়, বরং একটি দৃষ্টিভঙ্গি যা আমাদের বিশ্বদৃষ্টিকে স্থিত করে। এই কারণেই ভারত ধারাবাহিকভাবে সমস্ত সমাজ এবং মানুষের জন্য ন্যায়বিচার, মর্যাদা, সুযোগ এবং সমৃদ্ধির পক্ষে কথা বলে আসছে। এই কারণেই আমরা বহুপাক্ষিকতা এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের উপর আমাদের বিশ্বাস রাখি।
জয়শঙ্কর আরও বলেন, মহামারী থেকে শুরু করে সন্ত্রাসবাদ এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন পর্যন্ত আমরা যে বৈশ্বিক চ্যালেঞ্জগুলির মুখোমুখি, এই চ্যালেঞ্জগুলি একে অপরের সঙ্গে সংযুক্ত এবং এগুলি জাতীয় সীমানা অতিক্রম করে। তাই আমাদের প্রতিক্রিয়াগুলি আন্তর্জাতিক রাজনীতির প্রতিযোগিতামূলক দিকগুলিকে অতিক্রম করে আরও সহযোগিতা হওয়া উচিত। এই ধরনের সহযোগিতার স্বাভাবিক সূচনা বিন্দু হল রাষ্ট্রসঙ্ঘ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা