জম্মু ও কাশ্মীরের বুদগামে দীপাবলি মেলার আয়োজন বিএসএফ-এর
শ্রীনগর, ১৯ অক্টোবর (হি.স.): সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) রবিবার নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) কর্তব্যরত সেনা জওয়ানদের পরিবারের জন্য বুদগামের হুমহামা ক্যাম্পাসে দীপাবলি মেলার আয়োজন করেছে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার সূচনা করেন আইজি বিএসএফ (কা
জম্মু ও কাশ্মীরের বুদগামে দীপাবলি মেলার আয়োজন বিএসএফ-এর


শ্রীনগর, ১৯ অক্টোবর (হি.স.): সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) রবিবার নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) কর্তব্যরত সেনা জওয়ানদের পরিবারের জন্য বুদগামের হুমহামা ক্যাম্পাসে দীপাবলি মেলার আয়োজন করেছে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার সূচনা করেন আইজি বিএসএফ (কাশ্মীর ফ্রন্টিয়ার) অশোক যাদব।

তিনি বলেন, আমি কাশ্মীর ফ্রন্টিয়ারের পক্ষ থেকে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানাতে চাই। আমরা সবাই জানি, বিএসএফ তাঁদের পরিবারের সঙ্গে সকল উৎসব উদযাপন করে। আজ আমাদের সমস্ত সীমান্ত সদর দফতর, এইচটিসি (হাই-টেক কন্ট্রোল রুম), কম্পোজিট হাসপাতাল, আন্ডার কমান্ড সেক্টর এবং ইউনিটগুলি এখানে একটি দীপাবলি মেলার আয়োজনের জন্য একত্রিত হয়েছে। এখানে অনেক খাবারের স্টল এবং শিশুদের জন্য দোলনা-সহ অসংখ্য খেলাধুলার ব্যবস্থা রয়েছে। আমরা আগামী দুই দিন আমাদের পরিবারের সঙ্গে উদযাপন চালিয়ে যাব।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande