মুম্বই, ১৯ অক্টোবর (হি.স.): ভারতীয়দের বিদেশি প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়ার আহ্বান জানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত। তিনি বলেছেন, আমাদের অবশ্যই বিদেশি প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে হবে। তবেই আমরা আমাদের জ্ঞান পরম্পরার সঙ্গে পরিচিত হতে পারব, এর গুরুত্ব বুঝতে পারব।
রবিবার মুম্বইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, আমরা ভারতীয় ব্যবস্থায় শিক্ষিত ছিলাম না। এমকেএস-এ ম্যাকলে জ্ঞান ব্যবস্থায় শিক্ষিত ছিলাম। জ্ঞান অর্জনের জন্য আমাদের উৎপত্তি, ভিত্তি এবং আমাদের বুদ্ধি একইভাবে গঠিত হয়েছিল। তারা বলে যে আমরা উপনিবেশিত ছিলাম। আমরা ভারতীয়, কিন্তু আমাদের মন এবং বুদ্ধিতে, আমরা বিদেশি হয়েছি। আমাদের সেই বিদেশি প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে হবে। তবেই আমরা আমাদের জ্ঞান ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারব, এর গুরুত্ব বুঝতে পারব। ইতিমধ্যে, যদি বাকি বিশ্ব কিছুটা অগ্রগতি করে থাকে, আমাদের তাদের অগ্রগতির রহস্য বুঝতে হবে এবং মূল্যায়ন করতে হবে। আমাদের যা ভালো তা গ্রহণ করতে এবং যা অকেজো তা বর্জন করতে সক্ষম হওয়া উচিত।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা