মঙ্গলবার জাতীয় পুলিশ স্মারকে শ্রদ্ধা নিবেদন করবেন রাজনাথ সিং
নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামী মঙ্গলবার পুলিশ স্মৃতি উদযাপন দিবসে নতুন দিল্লির জাতীয় পুলিশ স্মারকে শ্রদ্ধা নিবেদন করবেন। ১৯৫৯ সালের ২১ অক্টোবর লাদাখের উষ্ণপ্রস্রবণে সশস্ত্র চীনা সৈন্যদের মোকাবিলা করতে গিয়ে ১০ জন প
মঙ্গলবার জাতীয় পুলিশ স্মারকে শ্রদ্ধা নিবেদন করবেন রাজনাথ সিং


নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামী মঙ্গলবার পুলিশ স্মৃতি উদযাপন দিবসে নতুন দিল্লির জাতীয় পুলিশ স্মারকে শ্রদ্ধা নিবেদন করবেন। ১৯৫৯ সালের ২১ অক্টোবর লাদাখের উষ্ণপ্রস্রবণে সশস্ত্র চীনা সৈন্যদের মোকাবিলা করতে গিয়ে ১০ জন পুলিশ শহীদ হন। তাঁদের স্মৃতিতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। ওই দিন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও দিল্লি পুলিশের জওয়ানরা প্যারেডে অংশ নেবেন।

উল্লেখ্য, ২০১৮ সালে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুলিশ কর্মীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে পুলিশ স্মারক দিবসে চাণক্যপুরীতে জাতীয় পুলিশ স্মারক উদ্বোধন করেন। এই স্মারক পুলিশ বাহিনীর জাতীয় পরিচয়, গর্ব এবং ঐক্যের প্রতীক হিসেবে কাজ করে এবং অভ্যন্তরীণ নিরাপত্তায় তাদের অবদানকে স্মরণ করে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande