ভারতে এলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম সফর
নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): ভারত সফরে এলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ডঃ হরিণী অমরাসুরিয়া। বৃহস্পতিবার সকালে ৩ দিনের ভারত সফরে দিল্লিতে এসে পৌঁছেছেন তিনি। সে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর এটিই ডঃ হরিণী অমরাসুরিয়ার প্রথম ভারত সফর।
ভারতে এলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): ভারত সফরে এলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ডঃ হরিণী অমরাসুরিয়া। বৃহস্পতিবার সকালে ৩ দিনের ভারত সফরে দিল্লিতে এসে পৌঁছেছেন তিনি। সে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর এটিই ডঃ হরিণী অমরাসুরিয়ার প্রথম ভারত সফর। সফরকালে তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, এছাড়াও বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande