শুক্রবার বেলায় বাড়লো শেয়ার সূচক
মুম্বই, ১৭ অক্টোবর (হি.স.): শুক্রবার সকালের দিকে লেনদেনের শুরুতে ভারতীয় শেয়ার বাজারের অভিমুখ ছিল বৃহস্পতিবারের থেকে নীচে। বেলা বাড়তেই সেই ঘাটতি পুষিয়ে ফের উঠতে শুরু করে সূচক। সকাল ১১টা নাগাদ সেনসেক্স ৪৪৩.৩৭ পয়েন্ট বেড়ে ৮৩,৯০৩.৬১ অঙ্কে পৌঁছয়। নিফ্ট
Stock Share Market


মুম্বই, ১৭ অক্টোবর (হি.স.): শুক্রবার সকালের দিকে লেনদেনের শুরুতে ভারতীয় শেয়ার বাজারের অভিমুখ ছিল বৃহস্পতিবারের থেকে নীচে। বেলা বাড়তেই সেই ঘাটতি পুষিয়ে ফের উঠতে শুরু করে সূচক। সকাল ১১টা নাগাদ সেনসেক্স ৪৪৩.৩৭ পয়েন্ট বেড়ে ৮৩,৯০৩.৬১ অঙ্কে পৌঁছয়। নিফ্টি ১২৪.১০ পয়েন্ট উঠে হয়েছে ২৫,৭০৯.৬০।

অন্য দিকে, মুদ্রার বাজারের লেনদেনের শুরুতে ডলারের নিরিখে টাকা আরও কিছুটা এগিয়েছে। ১ ডলারের দাম ২১ পয়সা কমে হয়েছে ৮৭.৭৫ টাকা। গত দু'দিনে ভারতীয় মুদ্রা অনেকটাই শক্তি ফিরে পেয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande