কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.): পূর্ব রেলওয়ে দিওয়ালি ও ছট-এর জন্য হাওড়া ও রক্সৌলের মাঝে অসংরক্ষিত বিশেষ ট্রেন চালাবে।
০৩০৪৫ হাওড়া – রক্সৌল অসংরক্ষিত বিশেষ ট্রেন ১৭.১০.২০২৫ এবং ২৩.১০.২০২৫ তারিখে রাত ৯:১০-এ হাওড়া থেকে ছেড়ে পরের দিন বিকেল ৪:১৫, অর্থাৎ সওয়া চারটায় রক্সৌলে পৌঁছানোর কথা।
০৩০৪৬ রাক্সৌল – হাওড়া অসংরক্ষিত বিশেষ ট্রেন ১৮.১০.২০২৫ এবং ২৪.১০.২০২৫ তারিখে রাক্সৌল থেকে বিকেল পৌনে পাঁচটায় ছেড়ে হাওড়া পৌঁছাবে পরের দিন। ট্রেনটি পূর্ব রেলওয়ের এখতিয়ারের উপর দিয়ে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডিহ স্টেশনে উভয় দিকে থামবে। রেল সূত্রে এই বিষয়ে জানা গেছে|
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত