আরজেডি ও কংগ্রেস বিহারকে ধ্বংস করেছে : চিরাগ পাসওয়ান
পাটনা, ১৮ অক্টোবর (হি.স.): আরজেডি ও কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি পার্টির (রামবিলাস) নেতা চিরাগ পাসওয়ান বলেন, আরজেডি ও কংগ্রেস বিহারকে ধ্বংস করেছে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিরাগ বলেছেন, ১৯৯০-এর দশকে বিহার
চিরাগ পাসোয়ান


পাটনা, ১৮ অক্টোবর (হি.স.): আরজেডি ও কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি পার্টির (রামবিলাস) নেতা চিরাগ পাসওয়ান বলেন, আরজেডি ও কংগ্রেস বিহারকে ধ্বংস করেছে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিরাগ বলেছেন, ১৯৯০-এর দশকে বিহারের পরিস্থিতি কোনও গোপন বিষয় নয়। খুন, অপহরণ, লুটপাট এবং ডাকাতি চরমে ছিল। বিহার সম্পর্কে একটি ধারণা তৈরি হয়েছিল, যা মানুষকে বিহারে বিনিয়োগ করতে বাধা দিয়েছিল।

চিরাগ আরও বলেন, বিহারের সুস্থ মানুষ অন্যত্র যেতে শুরু করেছিল। আরজেডি এবং কংগ্রেস বিহারকে ধ্বংস করে দিয়েছে। এটাই দু'টি জোটের মধ্যে পার্থক্য। একটি জোট অপরাধকে উৎসাহিত করে এবং রক্ষা করে, যা হল মহাজোটবন্ধন, আর আমাদের এনডিএ জোট কেবল উন্নয়নের জন্য কাজ করে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande