পাটনা, ১৮ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। শনিবার পাটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন চিরাগ। তাঁদের মধ্যে নানা বিষয়ে কথা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পর চিরাগ টুইট করে জানান, বিহার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং এনডিএ জোটের কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে।
উল্লেখ্য, বিহারে এবার দুই দফায় বিধানসভা ভোট। ৬ ও ১১ নভেম্বর। মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এনডিএ ও মহাজোট, উভয়ের ভোটের জন্য নিজেদের রণকৌশল স্থির করছেন। চলছে বৈঠক ও আলোচনা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা