জয় ভারতের অভ্যাসে পরিণত হয়েছে : রাজনাথ সিং
লখনউ, ১৮ অক্টোবর (হি.স.): অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বললেন, জয় ভারতের অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, অপারেশন সিঁদুর প্রমাণ করেছে, জয় আমাদের কাছে আর কোনও ছোটখাটো ঘটনা নয়। জয় আমাদের অভ্যাসে পরি
রাজনাথ সিং


লখনউ, ১৮ অক্টোবর (হি.স.): অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বললেন, জয় ভারতের অভ্যাসে পরিণত হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রী বলেন, অপারেশন সিঁদুর প্রমাণ করেছে, জয় আমাদের কাছে আর কোনও ছোটখাটো ঘটনা নয়। জয় আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। দেশ আত্মবিশ্বাসী যে আমাদের প্রতিপক্ষরা আর ব্রাহ্মোস থেকে পালাতে পারবে না। পাকিস্তানি ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি এখন আমাদের ব্রাহ্মোসের নাগালের মধ্যে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শনিবার লখনউয়ের ব্রাহ্মোস অ্যারোস্পেস নির্মিত ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচের উদ্বোধন করেছেন। পতাকা নেড়ে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচের উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরে রাজনাথ সিং বলেন, আজ আমরা ধনতেরাস উদযাপন করছি এবং এই শুভ দিনে, চারটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে। সরকার এর থেকে উল্লেখযোগ্য পরিমাণে জিএসটিও পাচ্ছে। যোগী জি নিশ্চিত করেছেন, এই কাজটি উত্তর প্রদেশ সরকারকেও উপকৃত করে। আজ দেবী লক্ষ্মীর আশীর্বাদ কেবল আমাদের নিরাপত্তার উপরই নয়, আমাদের অর্থনীতিতেও বর্ষিত হয়েছে। মাত্র একটি ক্ষেপণাস্ত্রের উৎপাদন থেকে সংগৃহীত কর দিয়ে, সরকার অসংখ্য স্কুল তৈরি করতে, হাসপাতাল সম্প্রসারণ করতে এবং এমন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে যা সরাসরি সাধারণ মানুষের জীবন উন্নত করে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande