কথা রাখেননি লালু, কান্নায় ভেঙে পড়লেন প্রাক্তন আরজেডি প্রার্থী মদন শাহ
পাটনা, ১৯ অক্টোবর (হি.স.): কথা রাখেননি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। হতাশ হয়ে রবিবার লালু প্রসাদ যাদবের বাড়ির বাইরে কান্নায় ভেঙে পড়লেন প্রাক্তন আরজেডি প্রার্থী মদন শাহ। কাঁদতে কাঁদতে তিনি বলেন, টাকা দিতে রাজি না হ
কথা রাখেননি লালু, কান্নায় ভেঙে পড়লেন প্রাক্তন আরজেডি প্রার্থী মদন শাহ


পাটনা, ১৯ অক্টোবর (হি.স.): কথা রাখেননি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। হতাশ হয়ে রবিবার লালু প্রসাদ যাদবের বাড়ির বাইরে কান্নায় ভেঙে পড়লেন প্রাক্তন আরজেডি প্রার্থী মদন শাহ। কাঁদতে কাঁদতে তিনি বলেন, টাকা দিতে রাজি না হওয়ায় দল তাঁকে এবার টিকিট দেয়নি।

এদিন সকালে লালুর বাড়ির বাইরে সাংবাদিকদের সামনেই কান্নায় ভেঙে পড়েন মদন শাহ। তিনি বলেন, লালু প্রসাদ যাদব ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের জন্য আমাকে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আরজেডি নেতা সঞ্জয় যাদব ২.৭ কোটি টাকা দাবি করেছিলেন, এবং যখন আমি টাকা দিতে অস্বীকার করি, তখন দলের টিকিট অন্য কাউকে দেওয়া হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande