নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): যমুনায় বিষাক্ত ফেনা ভেসে উঠতেই বিজেপিকে কটাক্ষ করলো আম আদমি পার্টি (এএপি)। দলের দিল্লি সভাপতি সৌরভ ভরদ্বাজ বলেন, পূর্ববর্তী দিল্লি সরকার যে রাসায়নিক স্প্রে করেছিল, বর্তমান সরকারও সেই রাসায়নিক স্প্রে করছে। সরকার মিথ্যা বলছে যে যমুনা পরিষ্কার। যদি রেখা গুপ্তা বলেন, যমুনার জল পরিষ্কার, তাহলে আমি রেখা গুপ্তা এবং পরভেশ বর্মাকে আমার সঙ্গে এসে এক লিটার যমুনার জল পান করতে বলছি। তাতে আমি নিশ্চিত হব, যমুনা এখন পরিষ্কার।
উল্লেখ্য, দিল্লিতে দূষণের মধ্যেই এবার যমুনা নদীর জলও দূষিত! রবিবার সকালে কালিন্দী কুঞ্জে যমুনা নদীতে ভাসতে দেখা যায় বিষাক্ত ফেনা। সাদা ফেনায় কার্যত ঢেকে গিয়েছে নদীবক্ষ। যা রীতিমতো চিন্তাজনক। অথচ, সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছিলেন, যমুনার জল দূষণ-মুক্ত। কিন্তু, এই বিষাক্ত ফেনা ভাবিতে তুলছে দিল্লিবাসীকে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা