ছট ও দীপাবলি উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থা উত্তর-পশ্চিম রেলের
জয়পুর, ১৯ অক্টোবর (হি.স.): ছট ও দীপাবলি উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থা নিচ্ছে উত্তর-পশ্চিম রেল। চালানো হবে বিশেষ ট্রেন। উত্তর-পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ক্যাপ্টেন শশী কিরণ বলেন, দীপাবলি এবং ছট উৎসবের জন্য, উত্তর পশ্চিম রেল বিশেষ ব্যবস্থা নিচ্ছে
ছট ও দীপাবলি উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থা উত্তর-পশ্চিম রেলের


জয়পুর, ১৯ অক্টোবর (হি.স.): ছট ও দীপাবলি উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থা নিচ্ছে উত্তর-পশ্চিম রেল। চালানো হবে বিশেষ ট্রেন। উত্তর-পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ক্যাপ্টেন শশী কিরণ বলেন, দীপাবলি এবং ছট উৎসবের জন্য, উত্তর পশ্চিম রেল বিশেষ ব্যবস্থা নিচ্ছে।বর্তমানে, মুম্বই, পুনে, হাওড়া এবং বিহারের কাছাকাছি অঞ্চলের মতো উচ্চ চাহিদা সম্পন্ন স্টেশনগুলি থেকে ৪৪ জোড়া বিশেষ ট্রেন চলাচল করছে। আমরা আরও বিশেষ ট্রেনের প্রয়োজনীয়তা মূল্যায়ন করছি। অনুমোদন পেলে, আমরা অতিরিক্ত ট্রেন পরিচালনা করতে পারি।

তিনি আরও বলেন, এছাড়াও, আমরা প্রায় ৬০টি নিয়মিত ট্রেনে ১৭৪টি কোচ যুক্ত করেছি, যা বর্তমানে চলছে। প্ল্যাটফর্মে ভিড় কমাতে আমরা জয়পুরের মতো প্রধান স্টেশনগুলিতে হোল্ডিং এরিয়া ব্যবস্থা করছি। আমরা এনজিও, স্কাউট, গাইড এবং রেলওয়ে সুরক্ষা বাহিনীর স্বেচ্ছাসেবকদের মোতায়েন করেছি এবং ট্রেনের কন্ডাক্টরদের নির্দিষ্ট দায়িত্বও নিযুক্ত করেছি। আমরা যাত্রীদের সময়সূচী অনুসারে স্টেশনে পৌঁছানোর পরামর্শ দিচ্ছি; আগে আসা যাত্রীদের হোল্ডিং এরিয়ায় অপেক্ষা করা উচিত। স্টেশনের আগত এবং বহির্গামী পয়েন্টগুলিতে প্রবেশ সীমিত। প্ল্যাটফর্ম টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ রয়েছে, তবে বিশেষ ক্ষেত্রে জারি করা যেতে পারে। আমরা বিশ্বাস করি এই ব্যবস্থাগুলি ভিড় নিয়ন্ত্রণ করবে এবং ভ্রমণকে উৎসাহিত করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande