হিসার : দীপাবলির সকালে পথ দুর্ঘটনায় মৃত এক যুবক, আহত ৪
হিসার, ২১ অক্টোবর (হি.স.) : দীপাবলির সকালে আনন্দর মুহূর্ত পরিণত হল শোকে। দুর্ঘটনার কবলে পড়লেন পাঁচ বন্ধু। তার মধ্যে মৃত্যু হয়েছে এক যুবকের, আহত ৪ জন। হরিয়ানার হিসারের সিসওয়ালা গ্রামের কাছে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। শোকস্তব্ধ সিসওয়ালা গ্রামের ব
গৌতম বুদ্ধ নগরে ট্র্যাক্টর ও বাইকের সংঘর্ষে মৃত এক


হিসার, ২১ অক্টোবর (হি.স.) : দীপাবলির সকালে আনন্দর মুহূর্ত পরিণত হল শোকে। দুর্ঘটনার কবলে পড়লেন পাঁচ বন্ধু। তার মধ্যে মৃত্যু হয়েছে এক যুবকের, আহত ৪ জন। হরিয়ানার হিসারের সিসওয়ালা গ্রামের কাছে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। শোকস্তব্ধ সিসওয়ালা গ্রামের বাসিন্দারা সিদ্ধান্ত নিয়েছেন, শোকের এই সময়ে তাঁরা কেউই আতশবাজি ফাটাবেন না।

পুলিশ সূত্রে জানা গেছে, সিসওয়ালা গ্রামের বাসিন্দা বিক্রম, নরেশ, রামচন্দ্র, সুনীল ও রাকেশ একটি গাড়িতে করে হিসার যাচ্ছিলেন। পথে রাওয়ালবাস খুর্দ রোডে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা মারে এবং উল্টে যায়। ঘটনাস্থলেই রামচন্দ্রের (২৫) মৃত্যু হয়। বাকি ৪ জন বন্ধু আহত। তাঁদের মধ্যে বিক্রম ও নরেশের অবস্থা গুরুতর। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande