হাইলাকান্দি জেলায় রেশনে রেহাই মূল্যের সামগ্রী বরাদ্দ
হাইলাকান্দি (অসম), ২১ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলায় নভেম্বর মাস থেকে রেশনে রেহাই মূল্যের তিনটি সামগ্রীর বণ্টন শুরু হবে। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জেলার অন্ত্যোদয় অন্ন যোজনার কার্ডধারী এবং প্রায়োরিটি হাউজহোল্ড কার্ডধারীদের জন্য সামগ্রীর ব
হাইলাকান্দি জেলায় রেশনে রেহাই মূল্যের সামগ্রী বরাদ্দ


হাইলাকান্দি (অসম), ২১ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলায় নভেম্বর মাস থেকে রেশনে রেহাই মূল্যের তিনটি সামগ্রীর বণ্টন শুরু হবে। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জেলার অন্ত্যোদয় অন্ন যোজনার কার্ডধারী এবং প্রায়োরিটি হাউজহোল্ড কার্ডধারীদের জন্য সামগ্রীর বরাদ্দ ঘোষণা করেছেন।

এই দু-ধরনের রেশন কার্ড প্রতি এক কেজি করে মুসুর ডাল, চিনি এবং লবণ রেহাই মূল্যে বণ্টন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জেলা কমিশনার। বিজ্ঞপ্তিতে তিনি জানান, নভেম্বর মাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে নির্ধারিত অন্ন সুরক্ষা সেবার দিনগুলিতে রেহাই মূল্যের সামগ্রীগুলি বণ্টন করতে রেশন দোকানিদের নির্দেশ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande