
শিলিগুড়ি, ২১ অক্টোবর (হি.স.): চালকের তৎপরতায় প্রাণে বাঁচল দুই শাবক সহ মা হাতি। মঙ্গলবার সন্ধ্যারাতে ঘটনাটি ঘটেছে গুলমা ও সেবক স্টেশনের মাঝে মহানন্দার জঙ্গলে।
জানা গেছে, এদিন শিলিগুড়ি-বামনহাট ডিএমইউ এক্সপ্রেসের দুই চালক হঠাৎই রেল লাইনের ধারে ৩টি হাতিকে দেখতে পান। জরুরীকালীন ব্রেক কষে ট্রেনটিকে থামিয়ে দেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর হাতিগুলি জঙ্গলে ফিরে গেলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ