মন্দিরের উন্নয়ন বাবদ অনুদান ঘোষণা ড. শর্মার
বাকসা (অসম), ২১ অক্টোবর (হি.স.) : বাকসা জেলা কারাগারের বাইরে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ খোঁজখবর নিতে আজ মঙ্গলবার সশরীরে এলাকা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
গত বুধবার (১৫ অক্টোবর) জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় পাঁচ অভিযুক্ত যথাক্রমে শ্যামকানু মহন্ত (সিঙ্গাপুরে অনুষ্ঠানের আয়োজক), সিদ্ধার্থ শর্মা (জুবিনের ম্যানেজার), জুবিনের খুড়তুতো ভাই সন্দীপন গার্গ, গায়কের ব্যক্তিগত দুই নিরাপত্তা কর্মী নন্দেশ্বর বরা এবং পরেশ বৈশ্যকে বাকসা জেলা কারাগারে নেওয়ার পথে এক অনাকাঙ্ক্ষিত হিংসা সংগঠিত করা হয়েছিল। সেদিনের হিংসাত্মক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে গুলি চালাতে হয়েছিল। যার ফলে দীপক মেধি এবং বিদ্যুৎ কলিতা নামের দুই ব্যক্তি আহত হয়েছিলেন।
আজ এখানে এসে মুখ্যমন্ত্রী আহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন। আহতদের চিকিৎসা সহায়তা বাবদ প্রত্যেককে দুই (২) লাখ টাকা করে চেক তুলে দিয়েছেন পরিবারের হাতে। পাশাপাশি মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেছেন, অসম সরকার আহতদের চিকিৎসা করে সুস্থ করতে প্রয়োজনে আরও অর্থ সহায়তা বাড়াত প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়া মুখ্যমন্ত্রী ড. শর্মা লক্ষ্মীপুর ‘এ ব্লক’-এ হরি মন্দিরে পুজো দিয়ে গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় করেছেন। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় নাগরিকদের সহযোগিতার কথা স্বীকার করে রাজ্যের উন্নয়ন প্রচেষ্টাকে সমর্থন করতে তাঁদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মতবিনিময় করতে গিয়ে তিনি জোর দিয়ে বলেন, জুবিন গার্গকে ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের শীর্ষ অগ্রাধিকার। তদন্ত সম্পূর্ণ গুরুত্ব সহকারে সঠিক দিকে এগোচ্ছে।
মুখ্যমন্ত্রী হরি মন্দিরের উন্নয়নে ১০ লক্ষ টাকা আর্থিক অনুদান ঘোষণা করেছেন আজ। তিনি স্থানীয় শিব মন্দিরে গিয়েও পুজো দিয়েছেন। শিব মন্দিরের উন্নয়নের জন্য অতিরিক্ত ১০ লক্ষ টাকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন জেলার অভিভাবক-মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া, বিধায়ক ফণীধর তালুকদার, জেলাশাসক, পুলিশ সুপার এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকগণ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস