ভোপালে গাড়ির ধাক্কায় মৃত দুই, আহত ২
ভোপাল, ২১ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রদেশের ভোপালে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ জন। ঘটনাটি ঘটেছে, সোমবার রাতে ইটখেদি থানার অন্তর্গত এলাকায়। ঘটনায় দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজন । মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে , মৃত দুই ব্যক্তির নাম আব
দুর্ঘটনা


ভোপাল, ২১ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রদেশের ভোপালে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ জন। ঘটনাটি ঘটেছে, সোমবার রাতে ইটখেদি থানার অন্তর্গত এলাকায়। ঘটনায় দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজন ।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে , মৃত দুই ব্যক্তির নাম আব্দুল মুখতার এবং আব্দুল গনি। সোমবার রাতে ইটখেদিথানার অন্তর্গত এলাকায় একটি গাড়ি পথচারীদের ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজন। দুর্ঘটনার পর অভিযুক্ত গাড়ি চালক এবং গাড়িতে থাকা অন্যান্য যুবকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের পর দেহ পরিবারের কাছে তুলে দেয়। ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande