শিমলা, ২১ অক্টোবর (হি.স.) : ভয়াবহ দুর্ঘটনা ঘটল শিমলার ভিক্টরি টানেলের কাছে। সোমবার রাতে এক বেপরোয়া গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেলিংয়ে ধাক্কা মারে। ধাক্কার জেরে রেলিং ও কাছে থাকা সাইনবোর্ড ভেঙে পড়ে ফুটপাতে ঘুমিয়ে থাকা এক পরিবারের ওপরে। ঘটনায় গুরুতর আহত হন ৫ জন।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, একটি ফুটপাথ বাসিন্দা পরিবার শিমলার ভিক্টরি টানেলের কাছে ফুটপাতে ঘুমিয়ে ছিলেন। ঠিক সেই সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ফুটপাত লাগোয়া রেলিংয়ে। ধাক্কায় রেলিং-সহ লোহার সাইনবোর্ড ভেঙে পড়ে নিচে শুয়ে থাকা পরিবারের ওপর। আহতদের মধ্যে রয়েছেন ভৈরি (২২), তাঁর মেয়ে সোনা (৪), বিশাল (৮), মায়া (৬) এবং চার মাসের শিশু কৃষ্ণ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে তাঁদের আইজিএমসি শিমলায় স্থানান্তরিত করা হয়। পুলিশ মামলা দায়ের করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য