দিল্লির বাতাস দূষিতই, অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছল গুণমান
নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): আশঙ্কা ছিলই, আর তাই সত্যি হল। দীপাবলির পর দিল্লির বাতাস আরও দূষিত হয়ে উঠল। মঙ্গলবার সকালে দিল্লির বাতাসের গুণগতমান পৌঁছল অত্যন্ত খারাপ পর্যায়ে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, আনন্দ বিহার, আইটিও,
দিল্লির বাতাস দূষিতই, অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছল গুণমান


নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): আশঙ্কা ছিলই, আর তাই সত্যি হল। দীপাবলির পর দিল্লির বাতাস আরও দূষিত হয়ে উঠল। মঙ্গলবার সকালে দিল্লির বাতাসের গুণগতমান পৌঁছল অত্যন্ত খারাপ পর্যায়ে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, আনন্দ বিহার, আইটিও, লোধি রোড এবং আইজিআই বিমানবন্দরের আশেপাশের বাতাসের গুণগত মানের সূচক (একিউআই) 'অত্যন্ত খারাপ' পর্যায়ে যথাক্রমে ৩৫৮, ৩৪৭, ৩২৯, ৩১৩ রেকর্ড করা হয়।

আবার চাঁদনি চক, জওহরলাল নেহরু স্টেডিয়াম, রোহিনী এবং ওখলা ফেজ ২-এর আশেপাশের বায়ু মানের সূচক যথাক্রমে ৩২৬, ৩১৮, ৩৭২ এবং ৩৫৩ রেকর্ড করা হয়েছে, যা 'অত্যন্ত খারাপ' বিভাগে ছিল। এদিন সকালে ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল রাজধানী দিল্লি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande