বিহার : বাসের ধাক্কায় আহত ১০ জন তীর্থযাত্রী
আরারিয়া, ২১ অক্টোবর (হি.স.) : বাসের ধাক্কায় আহত ১০ জন তীর্থযাত্রী। মঙ্গলবার আরারিয়া-ফারবিসগঞ্জ জাতীয় সড়কে পঠিয়া ওভারব্রিজের কাছে একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে। ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছ
বিহার : বাসের ধাক্কায় আহত ১০ জন তীর্থযাত্রী


আরারিয়া, ২১ অক্টোবর (হি.স.) : বাসের ধাক্কায় আহত ১০ জন তীর্থযাত্রী। মঙ্গলবার আরারিয়া-ফারবিসগঞ্জ জাতীয় সড়কে পঠিয়া ওভারব্রিজের কাছে একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে। ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়। জানা গেছে, বাসটি অযোধ্যা থেকে তীর্থযাত্রীদের নিয়ে রায়গঞ্জে ফিরছিল।

বাসচালক বিশ্বনাথ হবলদার জানিয়েছেন, “অযোধ্যা-সহ বিভিন্ন তীর্থস্থান থেকে যাত্রীদের নিয়ে ফিরছিলাম। গাড়ি চালাতে চালাতে হঠাৎ হালকা ঘুম এসে যায়, তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিই।”

এক পুলিশ আধিকারিক জানান, সকলেই তীর্থযাত্রী ছিলেন এবং তাঁদের অধিকাংশই পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা। কয়েকজন যাত্রী কাটিহার ও কিষণগঞ্জেরও।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande