পশ্চিমবঙ্গের মানুষ মুক্তির অপেক্ষায় রয়েছেন : সাংসদ বিপ্লব
আগরতলা, ২১ অক্টোবর (হি.স.) : ত্রিপুরাবাসীর সুস্বাস্থ্য, শক্তি ও সমৃদ্ধির জন্য শ্যামা মায়ের নিকট প্রার্থনা জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। মঙ্গলবার দুপুরে তিনি রাজধানীর ইন্দ্রনগর কালী মন্দিরে পুজো দিয়ে এই
সাংসদ বিপ্লব কুমার দেব


আগরতলা, ২১ অক্টোবর (হি.স.) : ত্রিপুরাবাসীর সুস্বাস্থ্য, শক্তি ও সমৃদ্ধির জন্য শ্যামা মায়ের নিকট প্রার্থনা জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। মঙ্গলবার দুপুরে তিনি রাজধানীর ইন্দ্রনগর কালী মন্দিরে পুজো দিয়ে এই প্রার্থনা জানান।

দীপাবলির পরের দিনও মন্দির প্রাঙ্গণ এবং মেলার রেশ বজায় ছিল। অন্যান্য বছরের মত এবারও ইন্দ্রনগর কালীবাড়িতে শ্যামা মায়ের পূজা এবং মেলার আয়োজন করা হয়। বিপ্লব কুমার দেবকে মেলা কমিটির পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

মন্দিরে পুজো দেওয়ার পর তিনি সাংবাদিকদের জানান, সন্তানরা শক্তি এবং সমৃদ্ধির জন্য মায়ের কাছে প্রার্থনা জানায়। আর একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁর প্রার্থনা জনগণের কল্যাণ এবং সমৃদ্ধির জন্য। তিনি বলেন, “জনতাই সর্বোপরি।”

এদিন পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি নিয়েও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সাংসদ। তিনি জানান, পশ্চিমবঙ্গকে মুক্ত করাই তাঁর প্রধান লক্ষ্য। দায়িত্ব প্রাপ্তির পর ৫ থেকে ৭টি বৈঠক করেছেন এবং পশ্চিমবঙ্গবাসীর ভাবনা বোঝার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গের মানুষ মুক্তির অপেক্ষায় রয়েছে।”

প্রাক্তন মুখ্যমন্ত্রীর আগমনের খবর পেয়ে ইন্দ্রনগর কালীবাড়িতে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক বিজেপি কর্মী ও সমর্থক। পূজা শেষে তিনি কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের উৎসাহিত করেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande