নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): দীপাবলিতে দিল্লিতে প্রায় ৪০০টি আগুন লাগার ফোন পেল দমকল বাহিনী। প্রতিটি ক্ষেত্রেই তৎপরতার সঙ্গে আগুন নিভিয়েছে দমকল। কোথাও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি, বড় কোনও অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেনি। মধ্যরাত পর্যন্ত যেখানে ২৬৯টি আগুন লাগার ফোন পেয়েছিল দমকল, মঙ্গলবার সকাল পর্যন্ত তা বেড়ে হয় প্রায় ৪০০।
মঙ্গলবার সকালে দিল্লি দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, গত রাত ১২টা পর্যন্ত মোট ২৬৯টি অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছে এবং সকাল ৬টা পর্যন্ত প্রায় ৪০০টি ফোন এসেছে। দিল্লির সমস্ত দমকল স্টেশনে সারা রাত ধরে অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছিল। সমস্ত ফোন পাওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা