ফালাকাটায় হাতির হামলা, জখম এক
ফালাকাটা, ২১ অক্টোবর (হি.স.): সোমবার কালীপুজোর রাতে ফালাকাটার বংশীধরপুর গ্রামে ঢুকে পড়ে একটি হাতি। সেই সময় পটল খেত পাহারা দিচ্ছিলেন বংশীধরপুরের চাষি বাবুলাল ওঁরাও। তখন হঠাৎ করেই একটি হাতি চলে আসে পটল খেতের দিকে৷ হাতি দেখে পালানোর চেষ্টা করেন বাবুলা
ফালাকাটায় হাতির হামলা, জখম এক


ফালাকাটা, ২১ অক্টোবর (হি.স.): সোমবার কালীপুজোর রাতে ফালাকাটার বংশীধরপুর গ্রামে ঢুকে পড়ে একটি হাতি। সেই সময় পটল খেত পাহারা দিচ্ছিলেন বংশীধরপুরের চাষি বাবুলাল ওঁরাও। তখন হঠাৎ করেই একটি হাতি চলে আসে পটল খেতের দিকে৷ হাতি দেখে পালানোর চেষ্টা করেন বাবুলাল। কিন্তু মুহূর্তের মধ্যে হাতিটি তাঁর অনেকটা সামনে চলে আসে এবং তাঁকে আঘাত করে ওই হাতি। বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন বাবুলাল। পরে স্থানীয়দের বাজি, পটকার শব্দে হাতিটি এলাকা ছাড়ে। আহত ব্যক্তিকে উদ্বার করে নিয়ে যাওয়া হয় ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু তাঁর পরিস্থিতি সংকটজনক হওয়ায় রাতেই তাঁকে স্থানান্তর করা হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন৷ এই ঘটনায় বন দফতরের ভূমিকা নিয়ে গোটা গ্রামে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande