মুর্শিদাবাদ, ২১ অক্টোবর (হি.স.): বাজি থেকে আগুন ছড়াল একটি কাপড়ের দোকানে। সোমবার রাতের ঘটনা। মুর্শিদাবাদের ধুলিয়ানে ওই কাপড়ের দোকানের মালিক জানান, দোকান বন্ধ করে রাত পৌনে ১০টা নাগাদ বাড়ি ফিরি। বিদ্যুতের মেন সুইচও বন্ধ ছিল। রাত পৌনে ১২টা নাগাদ এক ব্যবসায়ী ফোন করে জানান, দোকানে আগুন লেগেছে। দোকানে এসে দেখি ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। স্থানীয় এক যুবক দমকলে ফোন করায় দ্রুত দমকলের ইঞ্জিন এসে আগুন নেভায়।
ওই কাপড়ের দোকানের মালিক সামিম আখতার মির্জার অভিযোগ, ব্যাপকভাবে শব্দবাজি ফুটেছে ধুলিয়ানে। সেই বাজির আগুন থেকেই দোকানে আগুন লেগেছে। প্রচুর ক্ষতি হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ